নীহারিকা

প্রিয়ার চাহনি (মে ২০১২)

সাজিদ খান
  • ৩৫
নীহারিকা , অভিমানের সীমানায় দাড়িয়ে
যে অভিযোগ দিয়েছো তুমি
আমি তার কথা বলতে এসেছি ।
বলতে এসেছি
তোমার নীরব নিষ্ঠুর আঘাতে
ক্ষত-বিক্ষত হওয়া
এক নষ্ট কবির ইতিহাস।


নীহারিকা ,আমি ভাল নেই
ভালবাসার তিক্ততায় রিক্ত করে
যে শূন্যতায় করেছো আমার বসবাস
যে নগ্নতার হাহাকারে কাটছে আমার দীর্ঘশ্বাস
তুমি তো তারই অভিনেত্রী ।


নীহারিকা ,তুমি নেই বলে
তোমার অবলীলায় অভিমানে কাঁদে
রাতের হাসনাহেনা ।
নি:সঙ্গ রজনীগন্ধাও এখন আর ফুটেনা
বিরহী রাত্রির বুকে ।
নীরবতার নৃশংস আঁচড় দাগ কেটে যায়
আমার বুকের বা পাশে ।


নীহারিকা , আমি তো তেমনি একজন
যে ভালবাসার নীল সমুদ্রে স্নান করে
জোসনা পোহাতো ভেজা গায়ে ।
নিশ্চুপ আকাশপানে সহস্র তারার দিকে চেয়ে
যে গুনত জীবনের শেষ প্রহর ।


নীহারিকা ,জীবন হয়ত এমনি
ভালবাসাই জীবনের সব নগ্নতার কারণ
যার ভুল শোধরাতে হয়
পৃথিবীটাকে বিদায় দিয়ে ।
তার সময় হয়ত আমার হয়েছে
তোমার নিষ্ঠুরতার চাপা কষ্টে ভর করে
হয়ত আমি একদিন চলে যাবো
চলে যাবো অভিমানে অবসরে ।


নীহারিকা , এতটুকু অশ্রু কি ঝরবেনা তোমার
অথবা এতটুকু অনুশোচনায় কি পুড়বেনা তুমি
যে জীবনের সবকিছু শূন্য করে
পূন্যতা দিয়েছে তোমার জীবনটাকে ।
যে জীবন ও জীবিকাকে তুচ্ছ করে
কাঁটিয়ে দিয়েছে জীবনের সবকটা বছর
তোমারি শুভকামনায় তোমারি আরাধনায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Azaha Sultan সাজিদ, তোমার এমন সুন্দর কবিতা বোধহয় আগে পড়ি নি.....ছবিতে যাকে দেখতে পাচ্ছি সে বুঝি নীহারিকা?
স্বাধীন চমৎকার কবিতা। অনেক ভাল লাগল।
মামুন ম. আজিজ ছ্যাকামাাইছিন ভাবের কবিতা স্পষ্ট
প্রজাপতি মন নীহারিকা , এতটুকু অশ্রু কি ঝরবেনা তোমার অথবা এতটুকু অনুশোচনায় কি পুড়বেনা তুমি যে জীবনের সবকিছু শূন্য করে পূন্যতা দিয়েছে তোমার জীবনটাকে । যে জীবন ও জীবিকাকে তুচ্ছ করে কাঁটিয়ে দিয়েছে জীবনের সবকটা বছর তোমারি শুভকামনায় তোমারি আরাধনায় । পুরো কবিতাটিই অসম্ভব সুন্দর! অনেকদিন পর এলাম এই সাইটে, আর আপনার কবিতা দিয়েই পড়া শুরু করলাম। শুভকামনা রইলো।
আহমেদ সাবের অনেকদিন পর সাজিদের কবিতা পেয়ে ভাল লাগল। বড় কষ্টের ভীষণ আবেগঘন একটা হৃদয়ছেঁড়া কবিতা। ও হ্যাঁ, প্রোফাইলের ছবিটা কি নীহারিকার?
আবু ওয়াফা মোঃ মুফতি এরই নাম ভালবাসা এরই নাম প্রেম|
অষ্টবসু কবিতার নামটা ভালো লাগলো
মিলন বনিক নীহারিকা , আমি তো তেমনি একজন, যে ভালবাসার নীল সমুদ্রে স্নান করে, জোসনা পোহাতো ভেজা গায়ে। চমত্কার ভাবের অভিব্যক্তি..খুব ভালো লাগলো...

০৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪